শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
- বিজ্ঞাপন -
হোম মহানগর আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে ভোটগ্রহণ চলছে

আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) পেশাদার সাংবাদিকদের সংগঠন ২০২১ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন চলছে। আজ সোমবার (২৯ নভেম্বর) সকাল ৯টা থেকে শুরু বিকেল ৫টা পর্যন্ত ডিআরইউর নসরুল হামিদ মিলনায়তনে বিরতিহীন ভোটগ্রহণ চলবে। নির্বাচন ঘিরে গত কয়েক দিন ধরেই ডিআরইউ প্রাঙ্গণে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। প্রার্থীরা বিভিন্ন গণমাধ্যমের কার্যালয়ে গিয়ে সদস্যদের কাছে ভোট চেয়েছেন।

সংগঠনটির ২০২১ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদকসহ মোট ২১টি পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নারীবিষয়ক সম্পাদক পদে রীতা নাহার, জনকল্যাণ সম্পাদক পদে খালিদ সাইফুল্লাহ এবং প্রচার সম্পাদক পদে মাইদুর রহমান রুবেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি পদগুলোতে ভোটগ্রহণ হবে।

নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শাহনেওয়াজ দুলাল, নজরুল ইসলাম মিঠু ও মুরসালীন নোমানী। সহ-সভাপতি পদে লড়ছেন আবুল বাশার নুরু, নজরুল কবীর এবং ওসমান গণি বাবুল। সাধারণ সম্পাদক পদে মশিউর রহমান খান, তোফাজ্জল হোসেন ও মোরছালীন বাবলা। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাইনুল হোসেন, আব্দুল হাই তুহিন ও আব্দুল্লাহ কাফী। এছাড়া অন্যান্য সম্পাদকীয় ও কার্যনির্বাহী কমিটির ৭টি সদস্য পদের বিপরীতে লড়ছেন ৯ জন।

গতকাল রোববার ডিআরইউর ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় ডিআরইউর সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে এজিএম শুরু হয়। সভার শুরুতে ২০২০ সালে প্রয়াত ডিআরইউ সদস্যদের মৃত্যুতে শোক প্রস্তাব উপস্থাপন করা হয়। এ সময় তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

লালমনিরহাটে আলু-পেঁয়াজ-সবজির বাজারে স্বস্তি

জেলার বাজারগুলোতে শীতকালীন সবজি, আলু ও পেঁয়াজের দামে স্বস্তি ফিরেছে। সরবরাহ বৃদ্ধি পাওয়ায় এসব পণ্যের কেজি প্রতি দাম কমেছে ২০ টাকা থেকে...

তরুণদের সঠিকভাবে কাজে লাগাতে পারলে দেশের চিত্র পাল্টে যাবেঃ বিএনপি মহাসচিব 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণ প্রজন্ম আধুনিক প্রযুক্তির সাথে সম্পৃক্ত। তাদের মেধা শক্তি অনেক ভালো। তরুণদের...

সোমবার ট্রাম্পের জাঁকজমকপূর্ণ প্রত্যাবর্তন

ডোনাল্ড ট্রাম্প আগামী সোমবার দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করতে যাচ্ছেন। ৭৮ বছর বয়সী এই রিপাবলিকান নেতা ওয়াশিংটনের ইউএস ক্যাপিটলে...

কৃষিতে নারীশ্রম, ফসলে চওড়া হাসি

অগ্রহায়ণ শেষে পৌষের আগমন। প্রকৃতিতে ইতোমধ্যে শীতের দাপট। আমন ধান কাটা ও মাড়াইয়ের মৌসুম শেষ। এখন চলছে নানা ধরনের শাক-সবজি আর শস্য...

Recent Comments