ক্রীড়া ডেস্কঃ
আগামী বছরের মার্চে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। ঐ সফরে কিউইদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। আজ সিরিজের সূচি প্রকাশ করলো নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)।
১৩ মার্চ ওয়ানডে দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করবে বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডে হবে ডুনেডিন।
পরের দু’টি ওয়ানডে হবে ১৭ ও ২০ মার্চ। ঐ দু’টি ওয়ানডে হবে ক্রাইস্টচার্চের হেগলি ওভাল ও ওয়েলিংটনের বেসিন রিজার্ভে।
ওয়ানডে সিরিজ শেষে টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। নেপিয়ারে ২৩ মার্চ থেকে শুরু হবে টি-টুয়েন্টি লড়াই। ২৬ মার্চ এরপর অকল্যান্ডের ইডেন পার্কে দ্বিতীয় ও ২৮ মার্চ হ্যামিল্টনের সেডন পার্কে তৃতীয় টি-টুয়েন্টি খেলবে টাইগাররা। এ ম্যাচ দিয়ে নিউজিল্যান্ড সফর শেষ করবে বাংলাদেশ।
গত বছরের ফেব্রুয়ারিতে সর্বশেষ নিউজিল্যান্ড সফরে গিয়েছিল বাংলাদেশ দল। ঐ সফরে ভয়াল অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলো টাইগাররা। ব্র্যান্টন ট্যারান্ট নামের এক সন্ত্রাসী স্থানীয় দু’টি মসজিদে ঢুকে মুসল্লিদের খুন করেন। এরমধ্যে একটি মসজিদে জুমার নামায পড়তে যাচ্ছিলো তামিম-মুশফিকরা। সেই ভয়ংকর স্মৃতিকে মাথায় রেখে আবারো নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ।
নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের সূচি :
১৩ মার্চ- প্রথম ওয়ানডে, ডুনেডিন।
১৭ মার্চ- দ্বিতীয় ওয়ানডে, ক্রাইস্টচার্চ।
২০ মার্চ- তৃতীয় ওয়ানডে, ওয়েলিংটন।
২৩ মার্চ- প্রথম টি-টুয়েন্টি, নেপিয়ার।
২৬ মার্চ- দ্বিতীয় টি-টুয়েন্টি, অকল্যান্ড।
২৮ মার্চ- তৃতীয় টি-টুয়েন্টি, হ্যামিল্টন।